বান্দরবানে বিজিবির কর্তৃক অস্ত্রসহ কেএনএফ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
বান্দরবনের থানচি উপজেলায় অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্যকে আটক করা হয়েছে। তার নাম লাল থান খুব বম।
আজ রবিবার (৫ জানুয়ারি) উপজেলার শাহজাহান পাড়া এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
৩৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান অভিযানে নেতৃত্বে দেন।
আটককৃত সদস্যের কাছ থেকে একটি গাদা বন্দুক, ১০টি সিসার গুলি, ৪৩ পিচ সিসা, ৫০ গ্রাম বারুদ ও একটি দা উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তি কেএনএফ সশস্ত্র দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং থানচি বাজারে ব্যাংক ডাকাতির ঘটনাতেও তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।