ইয়াবা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরা- এসপি মাসুদ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের এমপি এবিএম মাসুদ হোসেন বলেছেন, টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৭০ ভাগ মাদক নির্মূল হয়েছে। তবে ইয়াবা বিস্তারে রোহিঙ্গারা ব্যাপক ভূমিকা রেখেই চলছে। ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকেলে টেকনাফ বাসস্টেশনে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের পরিচালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন-ইউএনডিপির কনসালটেন্ট ও সিনিয়র এএসপি আবু বক্কর, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, আল-জামিয়া ইসলামিয়ার পরিচালক মুফতি কিফায়েত উল্লাহ শফিক, অপারেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম খান, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, হ্নীলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রেজাউল গণি, টেকনাফ সদর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. নুর মোহাম্মদ গণি, বাহারছড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজিজ উল্লাহ প্রমুখ।
এ সময় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল হুদা, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, ইউএনডিপি জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর চৌধুরী মো. খালিদ হোসেন এরশাদ ও হ্নীলা ইউপি দফাদার নুরুল আমিনকে সম্মাননা স্মারক দেন এসপি এবিএম মাসুদ হোসেন।