উখিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় দুপুরে ৪৯ লাখ টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। আটককৃত মো. আইয়ুব বালুখালী রোহিঙ্গা শিবিরের শামসুল আলমের ছেলে। ২৮ সেপ্টেম্বর শনিবার তাকে উপজেলার গয়ালমারা থেকে আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে আটক করা হয়েছে। ওই সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ৯ হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ৪৮ লাখ ৯০ হাজার টাকা।
