অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা

অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা

অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় আবারো বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এবার তারা হামলা চালিয়েছে ভারতের অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনে।

এর আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা চালিয়েছে মিয়ানমারের বিমানবাহিনী। এবার হামলা চালালো ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তঘেঁষা কাচিন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী বাহিনী ‘কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) আস্তানায়। খবর দ্য ইরাবতীর।

শনিবার থেকে শুরু হওয়া ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সমর্থক স্বঘোষিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ জানিয়েছে।

সান লুন এলাকায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারের অন্যতম ধনী বিদ্রোহী গোষ্ঠী কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে মূল্যবান ধাতু ও রত্নের বেশ কয়েকটি খনি। তাদের যোদ্ধার সংখ্যা প্রায় ৭ হাজার।

কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, হতাহতরা সবাই সাধারণ গ্রামবাসী। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাচিনের সঙ্গে অরুণাচলের পাশাপাশি চীনের ইউনান প্রদেশ এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্ত রয়েছে। ফলে স্পর্শকাতর এই এলাকায় সংঘর্ষ ছড়ানোয় উদ্বিগ্ন দিল্লি।

ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, মিয়ানমার পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের গোড়ায় জান্তার বিমান হামলায় অন্তত ৪০ জন গ্রামবাসী নিহত হয়েছিলেন আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন প্রদেশে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *