চেক প্রতারণা মামলায় উপজাতি হেডম্যান কারাগারে - Southeast Asia Journal

চেক প্রতারণা মামলায় উপজাতি হেডম্যান কারাগারে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চেক প্রতারণা মামলায় পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলার ৯৬ নং কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী (৩৫)কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) তাকে আটক করে রাঙ্গামাটির আদালতে প্রেরন করে পুলিশ, পরে তাকে জেল হাজতে পাঠায় আদালত।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদ উল্ল্যাহ জানান তার আটককৃত হেডম্যানের বিরুদ্ধে তিনটি চেক প্রতারনা মামলার ওয়ারেন্ট ছিল । এছাড়াও তার বিরুদ্ধে মোটা অংকের বিনিময়ে কাউখালীর ভুমি দস্যু একটি চক্রের সাথে যোগসাজস করে জায়গা জমি ক্রয়-বিক্রয়ে এবং স্থায়ী বাসিন্দার সনদপত্র দেয়ার অভিযোগ রয়েছে ।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার ৯৬ নং কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী(৩৫) পিতা মৃত চাইথোয়াই প্রু চৌধুরী, সাং বেতবুনিয়া দক্ষিণ পাড়া, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিরুদ্বে রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩ টি চেক প্রতারণা মামলা রয়েছে (মামলা নং সি আর-১২২/১৫, সি আর-২১/১৭, সি আর-১১৬/১৯)। এসব মামলায় ওয়ারেন্ট থাকলেও সে দীর্ঘদিন যাবত পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নি। গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ শহিদ উল্ল্যার নেতৃত্বে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বেতবুনিয়ার চায়েরী বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।