উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার তীব্র নিন্দা বাসন্তি চাকমার - Southeast Asia Journal

উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার তীব্র নিন্দা বাসন্তি চাকমার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কক্সবাজার জেলার উখিয়ার উপজেলার রত্না পালং ইউনিয়নের পূর্বরত্না গ্রামের ২ শিশুপুত্র-সহ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

২৯ সেপ্টেম্বর রবিবার প্রতিনিধিদলের সদস্যরা শোকাহত পরিবারের সদস্য ও কুয়েত ফেরত রোকেন বড়ুয়ার সাথে কথা বলেন এবং তাদের কে সান্তনা ও সমবেদনা প্রকাশ করেন। এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যরা নিশংস ও নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা শুনে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিশেষ করে কোন নিরহ ও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে সতর্কতা অবলম্বন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অনুরোধ করেন তারা।

ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, নারী সংসদ সদস্য ও ট্রাস্টি বাসন্তী চাকমা, ট্রাস্টি ডালিম কুমার বড়ুয়া, এড. দীপঙ্কর বড়ুয়া পিন্টু, কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীসহ অন্যান্যরা

এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নারী সাংসদ বাসন্তী চাকমা বর্বোরচিত ভাবে একই পরিবারের শিশুসহ ৪ জনকে হত্যার তীব্র নিন্দা জানান। তিনি হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।