আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেপ্তারের দাবি ভারতীয় পুলিশের

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেপ্তারের দাবি ভারতীয় পুলিশের

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেপ্তারের দাবি ভারতীয় পুলিশের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অভিযান চালিয়ে বাংলাদেশি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সহযোগীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশের বিশেষ শাখা স্পেশাল টার্স ফোর্স (এসটিএফ)। মঙ্গলবার এসটিএফের কর্মকর্তারা এবিটির ওই সহযোগীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন বলে দেশটির বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ নিয়ে ভারতের তিন রাজ্য আসাম, পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে গত কয়েক দিনে আনসারুল্লাহ বাংলা টিমের ১৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আসাম পুলিশের এক মুখপাত্র বলেছেন, বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের (জিটিও) বিরুদ্ধে ‘অপারেশন প্রগত’’ অভিযানের অংশ হিসাবে আসামের জেলার ধুবরি থেকে আজিবর রহমান (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আসামের এই জেলার সঙ্গে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে।

তিনি বলেন, এসটিএফ প্রধান পার্থ সারথি মহন্তের নির্দেশে অপারেশন প্রগত পরিচালনা করা হয়েছে। গত ১৮ জানুয়ারি পশ্চিম আসামের ধুবরি জেলা থেকে জহির আলী নামে এবিটির আরেক সদস্যকে গ্রেপ্তার করে এসটিএফ।

এর আগে, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় তিন রাজ্যে অভিযান চালিয়ে এবিটির অন্তত ৮ সদস্যকে গ্রেপ্তার করে আসাম পুলিশের বিশেষ শাখা স্পেশাল টার্স ফোর্স (এসটিএফ)। গত ১৭ ও ১৮ ডিসেম্বর দেশটির পশ্চিমবঙ্গ, কেরালা ও আসামের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেই সময় আসাম পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আটজনের একজন হলেন মোহাম্মদ সাদ রাদি ওরফে মো. শাব শেখ। তিনি বাংলাদেশি নাগরিক। তাকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আসাম পুলিশের দাবি, নিজেদের মতাদর্শের প্রচার ও ভারতজুড়ে স্লিপার সেল তৈরি করার উদ্দেশ্যে মোহাম্মদ সাদ রাদি ওরফে মো. শাব শেখ গত নভেম্বরে ভারতে যান। এছাড়া মিনারুল শেখ ও মো. আব্বাস আলীকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়। বাকি পাঁচজনকে—নুর ইসলাম মণ্ডল, আবদুল করিম মণ্ডল, মজিবর রহমান, হামিদুল ইসলাম এবং এনামুল হক—আসাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।