মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০

মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০

মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মানব পাচারকারীসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট। অভিযান পরিচালনাকালে অপরাধী চক্রটি নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন মানব পাচারকারী, ২ জন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়। পরবর্তীতে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।