চাঁদা না পেয়ে এবার পাহাড়জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা

চাঁদা না পেয়ে এবার পাহাড়জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা

চাঁদা না পেয়ে এবার পাহাড়জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাঙ্খিত চাঁদার টাকা না পেয়ে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলাগুলোতে বেসরকারি টেলিকম সেবাদাতা কোম্পানি রবির ১০টি মোবাইল টাওয়ারে হামলা, ভাংচুর, লুটপাট ও বিদ্যুৎসহ মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা। ফলে লাখো গ্রাহক পড়েছেন বিপাকে।

সূত্র বলছে, গত ২২ জানুয়ারি বুধবার ভোররাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙ্গা এলাকায় ৬টি ও রাঙামাটির নানিয়াচর এলাকায় ৪টি উপজেলা টাওয়ারে হামলা চালিয়ে নেটওয়ার্ক ও বিদ্যুৎ লাইন কেটে দেয়াসহ টাওয়ার অফিস ও সার্ভার রুম ভাঙচুর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও লুটপাট করে ইউপিডিএফ। ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিপাকে পড়েছে লাখো মোবাইল গ্রাহক।

চাঁদা না পেয়ে এবার পাহাড়জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা

নাম প্রকাশ না করা শর্তে রবি’র জনৈক প্রতিনিধি জানান, সম্প্রতি ইউপিডিএফ প্রসীত গ্রুপ মোবাইল টাওয়ার অপারেটরদের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করে। অপারেটররা চাঁদা পরিশোধে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। বর্তমানে এসব এলাকায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, যদি চাঁদা পরিশোধ না করা হয় তবে তারা পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকায়ও একই ধরনের কার্যক্রম চালাবে। এই ধরনের হুমকি এবং অব্যাহত চাঁদাবাজি মোবাইল টাওয়ার কোম্পানির কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চাঁদা না পেয়ে এবার পাহাড়জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা

টাওয়ার টেকনিশিয়ানরা জানিয়েছেন, এই ক্ষতি পূরণে যথেষ্ট সময় ও অর্থ সাপেক্ষ হওয়ায় এই এলাকাগুলোর জনগণকে অনির্দিষ্টকালের জন্য নেটওয়ার্কবিহীন অবস্থায় থাকতে হতে পারে। তাছাড়া, চাঁদার অর্থ পরিশোধ না করে টাওয়ার মেরামতের উপর ইউপিডিএফে নিষেধাজ্ঞাতো রয়েছেই।

নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় মোবাইল সেবা বন্ধ থাকায় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেকেই জরুরি ফোন কল করতে পারছেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

চাঁদা না পেয়ে এবার পাহাড়জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা

সংশ্লিষ্টরা বলছেন, ইউপিডিএফের এসব কর্মকাণ্ড শুধু এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার মাধ্যমে ক্ষতি সাধন করছে না, বরং এটি স্থানীয় জনগণের মানসিকতা এবং নিরাপত্তা প্রশ্নেও বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের ঘটনাগুলো দেশের সার্বভৌমত্ব এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *