বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাপ্রধান সফিউল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাপ্রধান সফিউল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাপ্রধান সফিউল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ রবিবার (২৬ জানুয়ারী ২০২৫) বীর মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম, পিএসসি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮ টা ৪৫ মিনিটে সিএমএইচ ঢাকায় মৃত্যুবরণ করেন।

তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারী ২০২৫ তারিখ হতে সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাপ্রধান সফিউল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

মরহুম মেজর জেনারেল কে এম সফিউল্লাহ এর নামাজে জানাযা আজ বিকেল ৪ টায় ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত জানাযায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ), মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রাক্তন সেনাবাহিনী প্রধানগণ, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাপ্রধান সফিউল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

জানাযা শেষে মরহুমের মৃতদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনাপ্রধান সফিউল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক প্রকাশ

উল্লেখ্য, তিনি ২ সেপ্টেম্বর ১৯৩৪ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ১৯৫৫ সালে ১২তম পিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অধীনস্ত ‘এস ফোর্স’ মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর তিনটি নিয়মিত ব্রিগেডের একটি ব্রিগেড হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে। তন্মধ্যে, বিলোনিয়ার ১ম যুদ্ধ ও ২য় বা চূড়ান্ত যুদ্ধ, আখাউড়ার যুদ্ধ, কিশোরগঞ্জ সদর আক্রমণ, নরসিংদী দখলের যুদ্ধ এবং ভৈরব-আশুগঞ্জের যুদ্ধ উল্লেখযোগ্য। তিনি ৭ এপ্রিল ১৯৭২ হতে ২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।