খাগড়াছড়িতে অসহায়দের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদর সেনা জোনের ঘাসবন আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে ঘাসবন আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার খড়গ পাড়া স্কুলের মাঠে আশপাশের শতাধিক শীতার্ত মানুষের মাঝে খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসান।
এ সময় সেনাবাহিনী থেকে বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে খুশি হন উপকারভোগীরা।
সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়ে সেনাবাহিনীর এমন জনকল্যানমূলক কর্মসূচী অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।