বান্দরবানের রুমায় সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক উপজাতি যুবককে অপহরণ!
 
নিউজ ডেস্ক
বান্দরবানে রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক জীবন ত্রিপুরা (২৮) এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত যুবক রুমা উপজেলার শুক্রমনি পাড়ার সুমন ত্রিপুরার ছেলে। (২৯ সেপ্টেম্বর) রবিবার দিনগত রাত আড়াইটার দিকে রুমার উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর পাইন্দু ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মুখোশধারী ৫ সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে মুখোশ পরিহিত থাকায় সন্ত্রাসীরা কোন বাহিনীর তা চেনা যায়নি।
এ বিষয়ে রুমা থানার পুলিশ কর্মকর্তা (ওসি) আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা অপহরণের বিষয়টি জানতে পেরেছি। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী যেীথ অভিযান পরিচালনা করছে। আমরা অপহৃতকে উদ্ধারের চেষ্টায় আছি। আশা করছি, যৌথ অভিযানের মাধ্যমে অপহৃতকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।”
স্থানীয়রা জানান, কিছু দিন আগেও রুমায় এই ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের অভিযানের কারণে চাপের মুখে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু কিছুদিনের ব্যাবধানে আবার অপহরণের এ ঘটনা ঘটলো। এতে পাড়াবাসীর মনে এখন আতঙ্ক দেখা দিয়েছে। রুমা এলাকার জনগণ তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
