আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা
![]()
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৯ উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা অক্টোবর জেলা সদরের মহাজনপাড়া ফ্রেন্ডস ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা সভাপতি প্রফেসর বৌধিসত্ব দেওয়ানের সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য যতিন্দ্র লাল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, আন্তর্জাতিক প্রবীণ দিবসের গুরুত্ব তুলে ধরে প্রবীনদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।