থানচিতে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

থানচিতে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

থানচিতে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করেছে বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদস্যরা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী লিকরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় পপি চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। ৫৭ বিজিবির নায়েক মোঃ আবু সাঈদ নেতৃত্বে একটি আভিযানিক দল লিকরির দুর্গম পাহাড়ি এলাকায় সাতটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেতের সন্ধান পায়। এসময় নিষিদ্ধ পপিক্ষেত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করা হয়েছে। পাহাড়ের এসব নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করতে বিজিবির অভিযান অব্যহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।