তৌহিদুল ইসলামের পরিবারের সাথে কুমিল্লা সেনানিবাসে জিওসির সাক্ষাৎ

তৌহিদুল ইসলামের পরিবারের সাথে কুমিল্লা সেনানিবাসে জিওসির সাক্ষাৎ

মৃত তৌহিদুল ইসলামের পরিবারের সাথে কুমিল্লা সেনানিবাসে জিওসির সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গতকাল (৩ ফেব্রুয়ারী ২০২৫) সদর দপ্তর, ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা সেনানিবাসে মৃত তৌহিদুল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া এর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জিওসি এই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, তদন্ত শেষ হলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবারের সদস্যবৃন্দ সেনাবাহিনীর পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। জিওসি সকল পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।