সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে ২ ও ৩ ফেব্রুয়ারি পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।

এগুলোর মধ্যে তেলিয়াপাড়া বিওপির টহল দল জেলার মাধবপুর উপজেলার ১৭নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারিরা পালিয়ে গেলে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার ডুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *