বান্দরবানের রুমায় বৌদ্ধ বিহার ও পাড়া কেন্দ্র আগুনে পুড়ে ছাই

বান্দরবানের রুমায় বৌদ্ধ বিহার ও পাড়া কেন্দ্র আগুনে পুড়ে ছাই

বান্দরবানের রুমায় বৌদ্ধ বিহার ও পাড়া কেন্দ্র আগুনে পুড়ে ছাই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নে মংশৈপ্রু পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বৌদ্ধ বিহার ও পাড়া কেন্দ্র আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও ‌ সাবেক মেম্বার চাইখেউ মারমা বলেন, তাঁর পিতার বেঁচে থাকতে নিজেদের উদ্যোগে বিহারটি নির্মাণ করেছিলেন। পুরোনো এ বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডে সব মিলে কমপক্ষে ১০ লক্ষ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বৌদ্ধ বিহারের পাশাপাশি থাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত একটি পাড়া কেন্দ্রও আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

বৌদ্ধ বিহারে বিহারে বিহারাধ্যক্ষ ইন্দ্রাবংশ ভিক্ষু বলেন, রাত আটটার দিকে বিহারের বৈদ্যুতিক তার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তখন তাঁর শিষ্য রান্নাঘরে ছিলেন।

রুমা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী তারিকুল রহমান রাসেল বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি বিদ্যুতের কোন শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেনি। কিছুক্ষণ আগে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি পরবর্তীতে এলাকাবাসীর অনুরোধে আবার বিদ্যু সরবরাহ করেছি, আশা করছি কোনো দুর্ঘটনা ঘটবে না।

রুমার ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। তবে কোনো রাস্তাঘাটের ব্যবস্থা না থাকায় যাওয়া সম্ভব হয়নি। তবে খবর নিয়েছি , এর মধ্যে পাড়ার লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *