ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত

ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত

ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি ৭ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গল ও বুধবার (৪ ও ৫ ফেব্রুয়ারি) পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায়। তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা আক্রমণে নিহত হন ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি সেনা জওয়ান।

প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের (বিটিএ) সহায়তায় ভারতীয় সেনাদের ওপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন। বিএটি হলো পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল। বর্ডার অ্যাকশন টিমকে এলওসিতে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়। পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের ওপর আগেও হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা এলওসিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন।

নিহত অনুপ্রবেশকারীরা আল-বদর গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা ৩৭০ বাতিল করার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানীতে পৌঁছায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।