অপটিক্যাল ফাইবার কেটে দিল ইউপিডিএফ, খাগড়াছড়ি জুড়ে নেটওয়ার্ক সেবায় ভোগান্তি

নিউজ ডেস্ক
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরি ও সংযোগ বিচ্ছিন্ন করে ক্ষান্ত হয়নি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা। এবার খাগড়াছড়ি জেলার গুইমারা বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়ায় খাগড়াছড়ি জেলার সব নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকে।
নেটওয়ার্ক বন্ধ থাকায় গুইমারা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি এবং রামগড় উপজেলার বাসিন্দারা মোবাইল যোগাযোগে বিপাকে পড়েন। বিটিসিএল এর টিম দ্রুত নেটওয়ার্ক সচল করার কাজ করছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই এলাকাগুলোর নেটওয়ার্ক পুনরায় চালু হয়নি।
এছাড়াও রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়া অপটিক্যাল ফাইবার লাইনও সাপছড়ি এলাকায় কেটে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদার টাকা দাবি করছিল মোবাইল নেটওয়ার্ক সেবা দাতা কোম্পানীর কাছে। চাঁদা পরিশোধ না করলে আবারও লাইন কেটে দেওয়ার হুমকিও দিয়েছে তারা।
বিটিসিএল সূত্র জানায়, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে কাজ চলছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।