খাগড়াছড়ির গুইমারায় ত্রিপুরা যুবককে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ির গুইমারায় ত্রিপুরা যুবককে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ির গুইমারায় ত্রিপুরা যুবককে অপহরণের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার তৈকর্মা পাড়ার মুদি দোকানদার সৃষ্টি ত্রিপুরাকে (৩৬) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার পিতার নাম অলংগ্য ত্রিপুরা।

গতকাল মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরা।

তবে কারা তাকে অপহরণ করতে পারেন, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

এদিকে অপহৃতের পিতা অলংগ্য ত্রিপুরা তার ছেলে নিখোঁজ বলে গুইমারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করা হয়েছে। বিষয়টি অপহরণ নাকি নিখোঁজ, তদন্তের পর বলা যাবে এবং তাকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।