দুই গ্রুপে গোলাগুলিতে রোহিঙ্গা ক্যাম্পে ৩জন গুলিবিদ্ধ - Southeast Asia Journal

দুই গ্রুপে গোলাগুলিতে রোহিঙ্গা ক্যাম্পে ৩জন গুলিবিদ্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদায় গোলাগুলিতে ৩জন গুলিবিদ্ধ হয়েছে। চাঁদার দাবীতে দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ৫ অক্টোবর সকাল ১১টায় উপজেলার নয়াপাড়া ২৬নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে লেদা নুরালীপাড়ার বেলা আবদুল কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুরু ছালাম ডাকাত, মোঃ নুর ডাকাত, মকতুল হোছনের পুত্র নুরুল আমিন ডাকাত, আব্দু শুক্কুর প্রকাশ শুক্কুনুর পুত্র মোঃ ইসলাম ওরফে ধইল্যা ডাকাত গ্রুপ এবং নুর আলীর পুত্র হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা সংঘটিত হয়। এতে নুরুল ইসলাম ডাকাত গ্রুপের গুলিতে স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মোঃ হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়। তাদেরকে স্হানীয় লোকজন দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। এদের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পস্হ কবর স্থানের ড্রেইন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গং ২লক্ষ চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় এই দু‘পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে উক্ত এলাকার পাহাড়ের পাদদেশে ডাকাত নুরু ছালামের নেতৃত্বে ১৫/২০ জনের সশস্ত্র গ্রুপ ভাড়াটে খুনী, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, অপহরণ, চাঁদা দাবীসহ নানা অপরাধ করে এলাকায় অস্থিতিশীল করে রেখেছে বলে জানা যায়।

টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম এর সাথে যোগাযোগ কালে তিনি জানান, লোকজন মারফতে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।