পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের দাবিতে রাঙামাটিতে স্বারকলিপি

পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের দাবিতে রাঙামাটিতে স্বারকলিপি

পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের দাবিতে রাঙামাটিতে স্বারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য তিন জেলা পরিষদের আইন সংশোধনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি দিয়েয়ে ‘ভায়ালগ ফর পেইচ অপ চিটাগাং হিল ট্যাক্টস’ নামে একটি সংগঠন। আজ বুধবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের কাছে তারা স্বারকলিপি প্রধান করেন।

এসময় এসময় সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ হারুন অর রশীদ, ভাইস-চেয়ারম্যান সাংবাদিক এম. কামাল উদ্দিন, নির্বাহী পরিচালক এড. কামাল হোসেন সুজন, পরিচালক এড. আলাল উদ্দিন, পরিচালক (অর্থ) এডভোকেট মুন্না সদ্দার, পরিচালক এ ভোকেট জিল্লুর রহমান, পরিচালক এড. আমিরুল ইসলাম, এড. রাকিব হোসেন, শিক্ষানবীশ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, শিক্ষানবীশ আইনজীবী আইনুল হক ও আইনজীবীর সহকারী নুর হোসনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

স্বারকলিপিতে বলা হয়, ১৯৮৯ সনে গঠিক জেলা পরিষদগুলোর আইন ১৯৯৬ সান সংশোধন করা হয়, পার্বত্য জেলাগুলোতে। পাহাড়ী বাঙ্গালীরা বসবাস করলেও আইনে বাঙালীদের অধিকার খর্ব করা হয়। এসব আইন রাষ্ট্রের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ ও রাষ্ট্রের অথস্ততা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরুপ।

স্বারকলিপিতে জেলা পরিষদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনসংখ্যানুপাতে সকল জনগোষ্ঠীর জন্য আসন বরাদ্দ করা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য উন্মুক্ত নির্বাচন নিশ্চিত করা, জমি ক্রয়-বিক্রয়ে জেলা পরিষদের অনুমোদন বাতিল করা, ব্যক্তিগত সম্পত্তির মালিকানার ওপর অযৌক্তিক হস্তক্ষেপ বন্ধ করা ও আঞ্চলিক পরিষদ আইন বাতিল করাসহ বিভিন্ন দাবি সমূহ তুলে ধরা হয়।

এছাড়া, জুলাই বিপ্লবের চেতনা জাতিগত বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রামের প্রত্যাশায় স্বারকলিপিতে কতিপয় আইনের সংশোধনী ও ১৬ দফা দাবি জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।