রাঙামাটিতে হতদরিদ্র তিন পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল ৩৭ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় হতদরিদ্র ৩ পরিবারকে হাঁসের খামার প্রদানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল বিজিবির রাজনগর জোন (৩৭ বিজিবি)।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জোন সদরে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়।
সূত্র জানায়, রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জোসনা বেগম (৬০), তানজীনা বেগম (৩৮) ও মঙ্গল কারবারীকে আর্থিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যে রাঙ্গামাটি সেনা রিজিয়নের দিকনির্দেশনায় রাজনগর জোন কর্তৃক প্রত্যেক পরিবারকে ৫০টি করে হাঁস এবং হাঁসের জন্য ঘর হস্তান্তর করা হয়েছে।
রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসানের পক্ষে সহকারী পরিচালক নাজমুল হোসেন উপস্থিত থেকে উল্লেখিত হাঁস এবং হাঁসের ঘর সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করেন।
এসময় স্থানীয় ইউপি সদস্য, হেডম্যান-কারবারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজনগর জোন অধিনায়ক জানান, পার্তব্য অঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া হত-দরিদ্র জনসাধারনকে সামলম্বী করে গড়ে তোলার জন্যই এধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিজিবির রাজনগর জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কর্মকান্ড চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।