খাগড়াছড়িতে নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে প্রথাগত ভূমি ব্যবস্থাপনায় পার্বত্য চুক্তির আলোকে ‘ভূমিতে নারীর অধিকার’ নিশ্চিত করার বিষয়ে খাগড়াছড়িতে নারী হেডম্যান ও কার্বারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এ সম্মেলন হয়।

সম্মেলনে মূল আলোচক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

এ সময় পার্বত্য চট্টগ্রামে প্রথাগত প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব বৃদ্ধি, উত্তরাধিকার ও ভূমি অধিকার নিশ্চিত ও সার্কেল চীফ কর্তৃক নিয়োগকৃত সকল নারী কার্বারিদের সরকারি সম্মানি নিশ্চিত করতে সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন তিনি।

এতে আরো বক্তব্য রাখেন, মং সার্কেলের রানী উখেংচিং মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, এএলআরডি’র উপ- নির্বাহী পরিচালক রওশন জাহান মণি, নারী হেডম্যান জয়া ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা ও আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা।

সম্মেলনে তিন পার্বত্য জেলার প্রায় তিন শতাধিক নারী হেডম্যান ও হেডম্যান অংশগ্রহণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।