জোরারগঞ্জে ৪৩ বিজিবি কর্তৃক ২১টি ভারতীয় গরু আটক

জোরারগঞ্জে ৪৩ বিজিবি কর্তৃক ২১টি ভারতীয় গরু আটক

জোরারগঞ্জে ৪৩ বিজিবি কর্তৃক ২১টি ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ ভাবে সীমান্ত পার  আনা ২১টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানকি সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী নামক স্থান হতে এসব গরু আটক করে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী নামক স্থান হতে মালিকবিহীন ২১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত গরুগুলো নিকটস্থ সীতাকুন্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।