বল্লারমুখা সীমান্তে বিজিবির বাধায় বাঙ্কার সরাতে বাধ্য হলো বিএসএফ

নিউজ ডেস্ক
ভারতের সকল অন্যায় আবদার মেনে নেওয়ার দিন শেষ, পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রতিটি সীমান্তে বিএসএফের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
ফেনীর পরশুরামের নিজকালিকাপুর বল্লারমুখা সীমান্তে ভারতের পানির স্রোতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। বল্লামুখার বাঁধের ৭০ মিটার অংশে ৩০ মিটার নোম্যন্সল্যান্ডে রয়েছে, এমন দাবি করে বিএসএফ, সেখান থেকে বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত স্কেবেটর সরাতে বলে তারা।
স্থানীয়রা অভিযোগ করেন, গত সোমবার রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে কয়েকটি বাঙ্কার খনন করেছে বিএসএফ।

এ নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতের ঈশানচন্দ্র নগর ও বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি-বিএসএফ’র মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সীমান্তে ওই জায়গাটি পরিমাপ করা হয়। বিজিবি’র পক্ষ পক্ষ থেকে বিএসএফ কে সাফ জানিয়ে দেওয়া হয়। নো-ম্যানস ল্যান্ড থেকে সরাতে হবে তাদের বাংকার। অবশেষে বিজিবির বাঁধায় খনন করা বাঙ্কার ভেঙে ফেলতে বাধ্য হয় বিএসএফ।
বল্লারমুখা সীমান্তে বিএসএফের আপত্তি তোলা ৩০ মিটার জায়গায় বাঁধ নির্মাণের কাজ বন্ধ রেখেছে বিজিবি।
এর আগে চলতি বছরের (৩০ জানুয়ারি) বল্লামুখার বাঁধ নির্মাণে বাঁধা প্রদানের অভিযোগ উঠে বিএসএফ এর বিরুদ্ধে।
আন্তর্জাতিক সীমান্ত আইনানুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হলেও ৩০ মিটার জায়গায় বিএসএফের আপত্তি থাকার কারণে বন্ধ রয়েছে সে অংশের কাজ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।