লংগদুতে বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদুতে চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজিবি জোন।
শুক্রবার। ২১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তেমাখা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিনগর নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে চোরাচালানের জন্য একত্রিত করে।
পরে রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসানের নির্দেশনায় হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করলে কাঠগুলো রেখে পালিয়ে যায় বনখেকোরা।
অভিযানে বিজিবি পরিত্যাক্ত অবস্থায় ১০৯ সিএফটি সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ আঠার হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ১৬টি অভিযান পরিচালনা করে সর্বমোট এক হাজার একশত বাষট্টি সিএফটি গামারী ও সেগুন কাঠ আটক করা হয়েছে। যার মূলা ঊনিশ লক্ষ বাষট্টি হাজার একশত পাঁচ টাকা।
জোন অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হাসান জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকমায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।