ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) খাইবার পাখতুনখাওয়া সভাপতি জুনাইদ আকবর ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দায়ের করা পিটিশনে তিনি কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পিটিশন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারকে জেল ম্যানুয়াল লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আকবর জানান, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়া সরকারের অন্যায় আচরণের প্রমাণ।

তিনি সতর্ক করে দেন যে এই ধরনের পদক্ষেপ প্রাদেশিক অসহিষ্ণুতা বাড়িয়ে তুলবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে।

তবে শুক্রবার পাঞ্জাব সরকার জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতে কোনও নিষেধাজ্ঞা নেই।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এক বিবৃতিতে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল এবং দলের নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করছেন।

তিনি পিটিআইয়ের দাবিকে সমালোচনা করে বলেন, তারা কারাগারকে যেন বিনোদন পার্ক মনে করছে, যেখানে যখন খুশি যে কেউ প্রবেশ করতে পারে।

এদিকে ব্যারিস্টার সাইফ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং এটিকে সরকারের আতঙ্কের প্রতিফলন বলে অভিহিত করেন।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইমরান খানকে চাপে ফেলে কোনও চুক্তি স্বীকার করানো। তবে তিনি ‘নওয়াজ শরিফের মতো’ কোনও সমঝোতার অংশ হবেন না।

কারণ পিটিআই বারবার বলেছে যে ইমরান খান কারাগার থেকে মুক্তির জন্য কোনও চুক্তি করবেন না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।