২ দিনের সফরে পাহাড়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ দেবেন হেডম্যান সম্মেলনে
![]()
নিউজ ডেস্ক
আগামী ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনের সফরে খাগড়াছড়ি ও রাঙামাটি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার সফরের প্রথম দিন ১৬ অক্টোবর সকালে খাগড়াছড়ির রামগড় থানা ভবনের উদ্বোধন শেষে বিকেলে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় কর্তৃক আয়োজিত আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় যোগ দিবেন। এতে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরদিন ১৭ অক্টোবর সকালে রাঙামাটি ক্ষুদ্র-ণৃ গোষ্টি ইনষ্টিটিউটে তিন পার্বত্য জেলার হেডম্যান সম্মেলনে যোগ দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় পার্বত্য চট্টগ্রামের আইন-শৃংখলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।