টেকনাফে থেকে মালয়েশিয়াগামী ১১ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

টেকনাফে থেকে মালয়েশিয়াগামী ১১ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চার নারী ও সাত পুরুষ রয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের সৈকত থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো আইয়ুব, আমির হাকিম, মোহাম্মদ ইলিয়াস, ইব্রাহিম, জানে আলম, আরেছা বিবি, তসলিমা, হারিদুর ইয়াসমিনা, রাফিউল কাদের, ইলিয়াস রিয়াজ, জাহেরা। তারা সবাই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে বাহারছড়া সৈকতে একদল রোহিঙ্গা প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা তাদের বাধা দেন। এসময়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে পুলিশ আটক করে। তিনি বলেন, দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার কথা রোহিঙ্গারা স্বীকার করেছে। তাদের পাচারে সহযোগিতাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাডা আটক রোহিঙ্গাদেরকে ক্যাম্পে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।