পরিচয় মিলেছে রাজস্থলীতে দুর্বর্ত্তদের গুলিতে নিহত ব্যক্তির, এলজি উদ্ধার
 
নিউজ ডেস্ক
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁড়াছড়ি এলাকায় দুবৃর্ত্তদের গুলিতে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে বলে জানা যায়। উক্ত ব্যক্তির নাম অংসুঅং মারমা। আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। এসময় নিহতের পাশ থেকে ১টি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বুধবার ভোর রাতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকঁড়াছড়ি এলাকায় গোলাগুলির ঘটনা সংঘটিত হয়। এসময় অংসুঅং মারমা নামে একজন নিহত হয়। তবে তার নাম পাওয়া গেলেও সে কোন পক্ষের তা জানা যায়নি। পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ ও ১টি দেশীয় বন্দুক উদ্ধার করে।
এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দীন জানান, স্থানীয় লোকজনদের কাছ থেকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় মৃত ব্যক্তির পাশ থেকে ১টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তি কোন পক্ষের তা জানা যায়নি।
