কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শাওন কর্মকার (৩৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর উপজেলার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।
বিজিবি জানায়, রোববার (২ মার্চ) দিনগত রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে আটক করে বিজিবির টহল দল। এসময় তার কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি অ্যাকাউন্ট নম্বর এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।