বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক একই আছে, দাবি ভারতের

নিউজ ডেস্ক
বাংলাদেশের সঙ্গে আগের মতোই বাণিজ্য সম্পর্ক আছে বলে দাবি করেছেন ভারতের এক শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার (৪ মার্চ) পেট্রোপোল স্থলবন্দর পরিদর্শনকালে এ কথা বলেছেন ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়ন্ত সিং।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে। আমদানি-রফতানির ক্ষেত্রে আগে যে পরিমাণ ট্রাক যাতায়াত করতো, এখনও সমসংখ্যক ট্রাকই যাচ্ছে।
এদিন পেট্রাপোলে আমদানি-রফতানির সড়কটি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে যাত্রীদের যাতায়াতের জন্য তৈরি হওয়া টার্মিনালও পরিদর্শন করেছেন।
পেট্রাপোলে একই ছাদের নিচে সবরকম সুবিধা প্রদান প্রকল্পের কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন জয়ন্ত সিং। তিনি আরও জানিয়েছেন, নতুন যাত্রী টার্মিনালের কাজও প্রায় শেষ।
তিনি আশা প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি যত স্বাভাবিক হবে বাণিজ্য ততই বাড়বে। বাণিজ্যের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।