সহিংসতার ছায়ায় মানবিকতার আলো, রুপসি চাকমার পরিবারের পাশে ৩ বিজিবি

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম উত্তর দুদুকছড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে নিহত গৃহবধূ রুপসি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ৫ মার্চ (বুধবার) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া সরেজমিনে রুপসি চাকমার বাড়িতে ছুটে যান। তিনি নিহতের স্বামী হেমন্ত চাকমা ও মেয়ে বন্দনা চাকমার খোঁজখবর নেন এবং বিজিবি’র পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
শুধু সমবেদনাই নয়, বিজিবি সদস্যরা নিহতের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, আর্থিক সহায়তা এবং ছোট্ট বন্দনার জন্য পোশাক ও বিভিন্ন খেলনা তুলে দেন। পাহাড়ের অস্থিরতার মধ্যে এমন মানবিক উদ্যোগ পরিবারটির পাশাপাশি এলাকাবাসীকেও আবেগাপ্লুত করে।
সহিংসতার বলি নিরীহ রুপসি চাকমা
গত ৩ মার্চ (সোমবার) সকালে পানছড়ির উত্তর দুদুকছড়ায় প্রসিতপন্থী ইউপিডিএফ ও সন্তু লারমাপন্থী জেএসএস-এর মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়। ওই সময় নিজের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন রুপসি চাকমা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংঘাতের বলি হচ্ছেন নিরীহ পাহাড়ি জনগণ। সাম্প্রতিক সময়ে এমন ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও গভীর হচ্ছে।
মানবিকতা আর কর্তব্যপরায়ণতার অনন্য দৃষ্টান্ত
সীমান্ত সুরক্ষা ও পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সংকটময় সময়ে মানবিক সহায়তা দেওয়ার যে দায়িত্ব বিজিবি পালন করে আসছে, তা আবারও প্রমাণ হলো রুপসি চাকমার পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফেরানো এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা সর্বদা তৎপর। একইসঙ্গে, যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোও বিজিবি’র দায়িত্বের অংশ।
স্থানীয়রা মনে করছেন, বিজিবির এই মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং পাহাড়ে সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।