রাঙামাটিতে সেনাবাহিনীর তৎপরতায় নস্যাৎ হলো সিগারেট পাচারের বড় পরিকল্পনা

রাঙামাটিতে সেনাবাহিনীর তৎপরতায় নস্যাৎ হলো সিগারেট পাচারের বড় পরিকল্পনা

রাঙামাটিতে সেনাবাহিনীর তৎপরতায় নস্যাৎ হলো সিগারেট পাচারের বড় পরিকল্পনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনীর কার্যকর অভিযানে নস্যাৎ হলো ভারত থেকে আনা অবৈধ সিগারেট পাচারের একটি বড় পরিকল্পনা। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের আওতাধীন কাউখালী আর্মি ক্যাম্পের মেজর মোঃ মিনহাজুল আবেদীন-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছগ্রামে মোঃ শামসুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে ১২ কার্টন ORIS ও ১৯ কার্টন MOND ব্র্যান্ডের অবৈধ সিগারেট উদ্ধার করে সেনাবাহিনী।

জানা যায়, পার্বত্য অঞ্চলের সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট রাঙ্গুনিয়ার রানিরহাট বাজারে পাচারের পরিকল্পনা ছিল। পথে সংঘবদ্ধ একটি চক্র মাইক্রোবাস থেকে সিগারেটগুলো ছিনিয়ে নিয়ে স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে রাখে। সেনাবাহিনীর তৎপরতায় সেই সিগারেট জব্দ হয় এবং ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন:উপজেলা তাঁতী দলের সদস্য ও ভিডিপি সদস্য মোঃ রিপন মিয়া (৩৫), কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন (৩৬) ও বহিষ্কৃত যুবদল নেতা ও সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম (৩৮)। এছাড়া নজরুল নামে একজনসহ দুইজন পাচারকারী সেনাবাহিনীর উপস্থিতি টের পয়ে পালিয়ে যায়, যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত অবৈধ সিগারেট কাউখালী থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ ধরনের পেশাদারিত্ব ও দায়িত্বশীল তৎপরতায় স্থানীয় জনগণও সন্তোষ প্রকাশ করেছে।

কাউখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পার্বত্য এলাকায় মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য চোরাচালান রোধে বাংলাদেশ সেনাবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। দেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।