কয়লারমুখে বিজিবির নজরদারিতে ধরা পড়ল অবৈধ কাঠের চালান
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লারমুখ এলাকায় বিশেষ অভিযানে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র সফল অভিযানে জব্দ হলো ২১১.৪১ ঘনফুট মালিকবিহীন বিভিন্ন প্রকার কাঠ।
আজ ৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে, রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লারমুখ চেকপোস্টে দায়িত্বে থাকা হাবিলদার মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে টহল দল এই অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে চেকপোস্টের সামনে পড়ে থাকা বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। তবে কাঠের প্রকৃত মালিক বা পাচার চক্রের কোনো সদস্যকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বিজিবি জানায়, অবৈধভাবে কাঠ পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করা হবে। পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি যেভাবে আন্তরিক ভূমিকা রেখে চলেছে, তা স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বিজিবির দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের এই ধারাবাহিকতায়, ভবিষ্যতেও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ব্যাটালিয়ন অধীনস্ত এলাকায় সব ধরনের অপরাধ কার্যক্রম ঠেকাতে বিজিবি সচেষ্ট রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।