জনস্বাস্থ্যে হুমকি, সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে নকল তেল কারখানার সন্ধান
 
                 
নিউজ ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সয়াবিন তেল জব্দ ও কারখানা সিলগালা করা হয়েছে।
গত ৫ মার্চ দুপুর ৩টার দিকে সাতকানিয়ার দেওদিঘী বাজারের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বিত অভিযানে নকল সয়াবিন তেল তৈরির কারখানা শনাক্ত করা হয়।
অভিযানে কারখানা থেকে ১০ হাজার লিটার বোতলজাত নকল সয়াবিন তেল এবং ৬ হাজার লিটার অপরিশোধিত তেল জব্দ করা হয়। ‘রুপচান’ নামে ব্র্যান্ডিং করে এই নকল তেল স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এই তেল জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনাকালে কারখানার মূল হোতা মোঃ ইউনুস (৪৮)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নকল তেল ব্যবসায় জড়িত অন্যদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান শেষে সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের এ ধরনের নকল ও অস্বাস্থ্যকর পণ্য ক্রয় ও ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
