ভারতীয় গাঁজার বড় চালান আটকাল ৪৩ বিজিবি

ভারতীয় গাঁজার বড় চালান আটকাল ৪৩ বিজিবি

ভারতীয় গাঁজার বড় চালান আটকাল ৪৩ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ভূজপুর থানার উত্তর আধারমানিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৬ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ আধারমানিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আধারমানিক বিওপিতে কর্মরত সুবেদার মোঃ গোলাম মোস্তফা’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযান চলাকালে চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন উত্তর আধারমানিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

৪৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকাসহ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর। বিজিবির এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।