দেশব্যাপী যৌথ বাহিনীর সফল অভিযানে ৪২৭ অপরাধী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী চলমান অপারেশনগুলোর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বেশ কিছু যৌথ অভিযান চালানো হয়েছে।
এতে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ ৪২৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ অর্থ।

এছাড়া, যৌথ অভিযানে নকল ভোজ্য তেল এবং ফলের জুস তৈরির কারখানা সিলগালা করা হয়েছে, যেখানে অস্বাস্থ্যকর ও ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। অভিযানে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এটি দেশের সার্বিক নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
