সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে এবং ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ, ইএমই এর ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সব দলের প্রশংসা করেন। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের শারীরিক, মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।

গত ২ মার্চ ২০২৫ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিটি দল অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলই অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিযোগিতায় অংশ নেয় এবং নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। সেনাবাহিনীর প্রত্যেক অঞ্চলে ধর্মীয় চর্চা ও প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক চেতনাবোধ জাগ্রত রাখার ধারাবাহিক কার্যক্রমেরই অংশ এই আয়োজন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান বলেন, “সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, আত্মনিবেদন ও চারিত্রিক দৃঢ়তা গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং নৈতিক শিক্ষার প্রসারে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই বিভিন্ন আয়োজন করে আসছে। আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা তারই ধারাবাহিক উদ্যোগের অংশ, যা সেনাবাহিনীর সদস্যদের নৈতিক ও ধর্মীয় মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।