রাজধানীর বিভিন্ন স্থানে দালাল বিরোধী অভিযানঃ আটক ৬০ জন

রাজধানীর বিভিন্ন স্থানে দালাল বিরোধী অভিযানঃ আটক ৬০ জন

রাজধানীর বিভিন্ন স্থানে দালাল বিরোধী অভিযানঃ আটক ৬০ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়‌ বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গত ৫ ও ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং বিআরটিএ মিরপুর-১৩ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গত ০৬ মার্চ ২০২৫ তারিখে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ইউনিট এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের ৪৮ জন সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা, অবৈধ লেনদেন, সিরিয়াল ভঙ্গ, অনিয়মিত ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্য একটি অভিযানে, গত ০৫ মার্চ ২০২৫ তারিখে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এর অধীনস্ত ইউনিট এর নেতৃত্বে যৌথ বাহিনী এবং বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে বিআরটিএ, মিরপুর ১৩-এ দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দালাল চক্রের ১২ জন সদস্যকে আটক করা হয়। তারা অবৈধ লাইসেন্স প্রদান, ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *