কয়লারমুখ চেকপোস্টে বিজিবির অভিযান: ১২০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

নিউজ ডেস্ক
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্টে আজ (১০ মার্চ ২০২৫) সকালে এক বিশেষ অভিযান চালিয়ে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদস্যরা মালিকবিহীন ১২০.৯৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে।
বিজিবির সূত্রে জানা যায়, হাবিলদার মোঃ আরমান হোসেনের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত চেকপোস্ট এলাকায় মালিকবিহীন বিপুল পরিমাণ কাঠ জব্দ করে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচারসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম রোধে সদা তৎপর।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, বিজিবির এই সফল অভিযানের মাধ্যমে অবৈধ কাঠ পাচার রোধে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।