ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (১১ মার্চ) মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে আসেন সেনাবাহিনীর প্রশিক্ষণ দল।

পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি পরিদর্শন করেন।

সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের অধীন বিস্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভাণ্ডার বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

প্রশিক্ষণ দলের কর্মকর্তারা সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed