রাঙামাটির বরকলে বিজিবির অভিযান, ১১ রাউন্ড গুলি উদ্ধার

রাঙামাটির বরকলে বিজিবির অভিযান, ১১ রাউন্ড গুলি উদ্ধার

রাঙামাটির বরকলে বিজিবির অভিযান, ১১ রাউন্ড গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বরকলে বিজিবি ও আনসারের অভিযানে ১১ রাউন্ড তাজা গুলি ও ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করেছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।

এতে উল্লেখ করা হয়, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। গত ১২ মার্চ উপজেলার রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতঙ্কিত হয়ে পড়েন।

পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি এই বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১১ রাউন্ড তাজা গুলি ও ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।