বাংলাদেশে অনুপ্রবেশের সময় সোমালিয়ান নাগরিক আটক
 
                 
নিউজ ডেস্ক
ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। ভিসাছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাকে ফরেইন আইন ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আটক ব্যক্তির সঙ্গে পাওয়া পাসপোর্টের তথ্যমতে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত তার বাংলাদেশি ভিসা ছিল। এ ছাড়া তার কাছ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। যেখানে তার পরিচয় বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক সোমালিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
