কক্সবাজার ও যশোর সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

কক্সবাজার ও যশোর সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

কক্সবাজার ও যশোর সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে কক্সবাজার ও যশোর সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ মার্চ (সোমবার) কক্সবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

কক্সবাজার ও যশোর সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

এসময় উপস্থিত ছিলেন অন্যান্য সেনা কর্মকর্তারা এবং সেনানিবাসের সদস্যরা।

এরপর, ২৫ মার্চ (মঙ্গলবার) যশোর সেনানিবাসে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডারের উদ্যোগে আরও একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

কক্সবাজার ও যশোর সেনানিবাসে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

এই ইফতার মাহফিলগুলোর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং তাঁদের চিকিৎসা সহায়তা প্রদানসহ তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ আয়োজন শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং একটি মানবিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা সেনাবাহিনীর মানবিক দায়িত্ব ও শীর্ষস্থানীয় কর্তৃত্বের প্রতি এক সুস্পষ্ট বার্তা প্রদান করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।