সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জে পৃথক স্থান থেকে ২০২ ভারতীয় শাড়ি ও ৬৭০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে বিজিবি। বুধবার (২৬ মার্চ) সদর ও তাহিরপুর উপজেলার দুই সীমান্ত এলাকা থেকে এসব শাড়ি ও ফুসকা জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, রাতে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পণ্য বাংলাদেশে আসার সময় জেলার সদর উপজেলার নারায়ণতলা ও তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি। রাতভর অভিযান পরিচালনা করে ২০২ ভারতীয় শাড়ি ও তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত থেকে ৬৭০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি-ফুচকা জব্দ

সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে কেন্দ্র করে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য আসতে না পারে সেই জন্য সীমান্ত নজরদারি বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।