বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলীে উপজেলায় বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার সকাল এগার’টা থেকে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে সংস্থার আহবায়ক রোয়াসে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক চাইফউ খিয়াং-এর নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের কার্যাদি সম্পন্ন হয়।
এ সময় তিন পার্বত্য জেলা থেকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার খিয়াং সম্প্রদায়ের মানুষজন।
অনুষ্ঠানের শুরুতে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ত্রিমতি খিয়াংকে সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক পাইথুইপ্রু খিয়াংকে সাধারণ সম্পাদক, অজয় খিয়াংকে কোষাধক্ষ্য করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যা সদস্যরা হলেন সহ-সভাপতি লিপি খিয়াং, সদস্য শৈইসা খিয়াং, ম্রাসাউ খিয়াং, জনি খিয়াং,সাউ খিয়াং,ম্রাবাই খিয়াং সজীব খিয়াং ও মার্ক খিয়াং, সংরক্ষিত মহিলা সদস্য হলেন, বৃষ্টি খিয়াং, লতা খিয়াং, সাংস্কৃতিক সম্পাদক অনিক খিয়াং ও যুব সম্পাদক ফিলিপ খিয়াং।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।