লামায় অপহৃত ৯ তামাকশ্রমিক ৩৮ ঘণ্টা পর উদ্ধার

লামায় অপহৃত ৯ তামাকশ্রমিক ৩৮ ঘণ্টা পর উদ্ধার

লামায় অপহৃত ৯ তামাকশ্রমিক ৩৮ ঘণ্টা পর উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৯ তামাকচাষি ও শ্রমিককে যৌথ বাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের ৩৮ ঘণ্টা পর বুধবার বিকেল ৫টার দিকে লেমুপালং মুখ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার ব্যক্তিরা হলেন তামাকচাষি ভুট্টু ও আলম আমিন এবং শ্রমিক জমির হোসেন, ইমাম হোসেন, নবীর হোসেন, রশিদ উল্লাহ, মো. ইসমাইল ও শাহিদুল আলম। আরেকজনের নাম জানা যায়নি।

ওসি তোফাজ্জল হোসেন বলেন, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে লামার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাকচাষি আল আমিন, ভুট্টোসহ ৯ শ্রমিককে অস্ত্রের মুখে খামারের ঘর থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার চাষি ও শ্রমিকেরা সুস্থ রয়েছেন।

এর আগে গত ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ তামাকশ্রমিককে অপহরণ করা হয়। ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে রাবারবাগানের ২৬ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।