জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের মতে, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) মারা যান। তার নাম কুলদীপ চাঁদ।
তবে ওই গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানানো হয়।
পিটিআই এর বরাত দিয়ে সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, শুক্রবার গভীর রাতে কেরি ভাটল এলাকার ঘন জঙ্গলের একটি নদীর কাছে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ‘সন্ত্রাসীদের’ একটি দলের গতিবিধি টের পায় সেনাবাহিনী।
তাদের চ্যালেঞ্জ করার পর, উভয় পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। যা দীর্ঘ সময় ধরে চলে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
কর্মকর্তারা আরও জানান, ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে তল্লাশি অভিযান চলছে।
সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য ভারত ও পাকিস্তান পুঞ্চ জেলায় ব্রিগেড কমান্ডার-স্তরের পতাকা বৈঠকের দুই দিন পর এই ঘটনা ঘটল।
অন্যদিকে নিহত সেনা কর্মকর্তা ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন।
এদিকে, কিশতওয়ার জেলার চাতরু তহসিলে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দলের সাথে চলমান সংঘর্ষে আরও দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন বলে জানা গেছে, কর্মকর্তারা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।